সৌদি আরবের জেদ্দা থেকে ৩৮৮ জন হাজি নিয়ে হজের প্রথম ফিরতি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। এসময় তাদের ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG136-এ তারা বিমানবন্দরে পৌঁছান।
এ সময় সিএএবির কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, কাস্টমস, বাংলাদেশ বিমানসহ অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বমোট পাঁচ হাজার ৬২০ জন হাজি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। এ বছর বাংলাদেশ থেকে হজ পালনে সৌদির উদ্দেশে ৯ মে প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৩ হাজার ২০২ জন হজ পালন করতে যান।
জেএন/এমআর