চট্টগ্রামের পটিয়া পৌরসভার শীলপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২০ পিস ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।
গোপন সোর্সের তথ্যমতে শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে আনিসুল ইসলাম আনিস (২৩) ওই কিশোর গ্যাংয়ের লিডার বলে জানিয়েছে পুলিশ। আনিস পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত নুর হোসাইনের ছেলে।
একই অভিযানে গ্রেফতার এ গ্রুপের অন্য সদস্যরা হলেন, একই ওয়ার্ডের ফুরুক আহমদের ছেলে মোহাম্মদ আরাফাত (২৪)। পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমের ছেলে রিয়াদ হোসেন (২৪) ও চন্দনাইশ পৌরসভার মোহাম্মদ আলীর ছেলে আসিফ মহিউদ্দিন (২৯)।
শনিবার সকালে গ্রেফতারের তথ্য নিম্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, তাদের কাছে আগে থেকে গোপন সংবাদ ছিলো, কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য ইয়াবা সেবন ও বিক্রির জন্য পৌরসভার শীলপাড়ায় অবস্থান করছে।
এ কবরে পটিয়া থানা পুলিশের টিম তাৎক্ষনিক অভিযান চালায়। অভিযানে কিশোর গ্যাংটির লিডারসহ চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে জানায় ওসি।
জেএন/পিআর