নাইজেরিয়ায় কয়েক দফা বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু

ভিনদেশ ডেস্ক

নাইজেরিয়ার উত্তর-পূর্ব বোর্নো প্রদেশে দফায় দফায় বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

- Advertisement -

দেশটির কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

- Advertisement -google news follower

গণমাধ্যমটি বলছে, শনিবার (২৯ জুন) একটি বিয়ের অনুষ্ঠানে সন্দেহভাজন বোমা হামলায় ছয়জন নিহত এবং অন্যদের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বোর্নো প্রদেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীরা গোওজা শহরে একটি বিয়ের অনুষ্ঠান, অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান এবং হাসপাতালে হামলা চালায়।

- Advertisement -islamibank

প্রদেশটিতে গত ১৫ বছর ধরে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিদ্রোহের কেন্দ্রে রয়েছে। সংঘাত ও সহিংসতায় সেখান থেকে ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আর নিহত হয়েছেন ৪০ হাজারেরও বেশি মানুষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার একের পর এক বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শিশু, প্রাপ্তবয়স্ক এবং গর্ভবতী নারীও রয়েছেন।

তবে স্থানীয় মিডিয়া বলছে, প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি। নাইজেরিয়ার ভ্যানগার্ড এবং দিস ডে সংবাদপত্র জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

এ ঘটনার পর সেনাবাহিনীর পক্ষ থেকে সেখানে কারফিউ জারি করা হয়েছে। এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM