ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউব তাদের প্রিমিয়াম গ্রাহকদের জন্য আনছে নতুন ফিচার। এর মধ্যে অন্তত তিনটি ফিচার প্রাথমিক পরীক্ষার জন্য উন্মুক্ত করা হবে।
সম্প্রতি এক ব্লগ পোস্টে ইউটিউবে প্রডাক্ট ম্যানেজার ডেভ ইউ নতুন ফিচারগুলোর বিষয়ে জানান। পাঁচটির মধ্যে দুটি স্ট্যাবল রিলিজ অর্থাৎ ব্যবহারকারীরা এরই মধ্যে সেগুলো ব্যবহার করছেন।
অন্যদিকে এর আগে ইউটিউবে কোনো ভিডিওর ডানে বা বামে ডাবল ক্লিক করলে ১০ সেকেন্ড স্কিপ করা যেত। এখন ডাবল ক্লিক করলে রিকমেন্ডেড অংশ থেকে ভিডিও চালু হবে।
ইউটিউবের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারকারীর তথ্যের ওপর নির্ভর করে রিকমেন্ডেড অংশ নির্ধারণ করবে।
এ ছাড়া ব্যবহারকারীরা এখন থেকে ইউটিউব শর্টস ভিডিও পিকচার ইন পিকচার (পিআইপি) মোডে দেখতে পারবেন।
অন্যদিকে পরীক্ষামূলক এসব নতুন ফিচারগুলো ইউটিউব ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে।
জেএন/পিআর