আগামী ৭ জুলাই হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা উৎসব। ঐতিহ্যের ধারাবাহিকতায় চট্টগ্রামে নানা আয়োজনে এবারও এ উৎসব পালন করা হবে। এ উপলক্ষে সেদিন থেকে ৯ দিনের অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।
সোমবার (১ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবে নগরীর শ্রীশ্রী রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্রমের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ওইদিন নগরীর ডিসি হিল থেকে রথযাত্রা শুরু হবে। ১৫ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে ৯ দিনের অনুষ্ঠান শেষ হবে।
লিখিত বক্তব্যে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী রথযাত্রার দিন সরকারি ছুটি ঘোষণাসহ এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি জানান।
রথযাত্রার রুট ম্যাপ
জুলাইয়ের ৭ তারিখ নগরীর ডিসি হিল থেকে রথযাত্রা শুরু হয়ে চেরাগী, লালদিঘি, কোতোয়ালি, নিউ মার্কেট, বোর্স ব্রাদার্স হয়ে নন্দনকানন এসে শেষ হবে। ১৫ জুলাই উল্টো রথযাত্রা নগরের নন্দনকানন, বোস ব্রাদার্স হয়ে একই পথে নন্দনকানন ফিরবে।
অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য, প্রশাসনের কর্মকর্তারা, কূটনৈতিক, রাজনৈতিক দলের নেতারা ও হিন্দু ধর্মীয় সংগঠনের নেতারাও উপস্থিত থাকবেন বলে জানান হয়।
সংবাদ সম্মেলনে নন্দনকানন ইসকন রাধামাধব মন্দির ও গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি পন্ডিত গধাদর দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক তারণনিত্যানন্দ দাস ব্রহ্মচারী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, অকিঞ্চন গৌর দাস ব্রহ্মচারী, মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, অপূর্ব মনোহর দাস ব্রহ্মচারী উপস্থিত ছিলেন।
এ ছাড়া শনিবার (২৯ জুন) সকালে রথযাত্রা উপলক্ষে প্রবর্তক শ্রীকৃঞ্চ ইসকন মন্দিরের উদ্যোগে পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃঞ্চ দাস ব্রহ্মচারী।
প্রবর্তক ইসকন মন্দিরের উদ্যোগেও নগরীর প্রবর্তক মন্দির থেকে পৃথক রথযাত্রা অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
জেএন/পিআর