এইচএসসির প্রশ্নপত্রে দেশীয় ব্যান্ডদলের নাম

শিক্ষা ডেস্ক :

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে গত রোববার (৩০ জুন) থেকে। প্রথমদিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষার প্রশ্নপত্রে ভিন্ন ভিন্ন সেটগুলো দেশীয় বিভিন্ন ব্যান্ডদলের নামে সাজানো হয়েছিলো।

- Advertisement -

সোমবার (১ জুলাই) ব্যান্ডদল অ্যাশেজের সদস্য জুনায়েদ ইভান তার ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এই তথ্য তুলে ধরেন।

- Advertisement -google news follower

সেই পোস্টে বিভিন্ন প্রশ্নপত্রের সেটের ছবি দিয়ে লেখা হয়, ‘২০২৪ এইচএসসি পরীক্ষার প্রশ্ন‌কোড সাজানো হয়েছে বাংলাদেশের বিভিন্ন ব্যান্ডদলের নাম অনুসারে।

এবার প্রশ্নের সেট সাজানো হয়েছে অ্যাশেজ এবং মাইলস, ওয়ারফেজ, চিরকুট, লালন, আভাস, অবসকিউর ব্যান্ডের নাম দিয়ে। নিশ্চয়ই বাংলা ব্যান্ডের জন্য এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে। ’

- Advertisement -islamibank

উল্লেখ্য, ওই পোস্টটি বেশ ভাইরাল হয়ে যায় যেখানে প্রায় ১৭০০ কমেন্ট পড়েছে। এসব কমেন্টে অনেকেই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। আবার অনেকে জানিয়েছেন রাজশাহীতে ‘লালন’, বরিশালে ‘অ্যাশেজ’ ব্যান্ডের প্রশ্নের সেট পেয়েছেন তারা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM