পাকিস্তানের লম্বা মানুষ জিয়া রশিদ মারা গেছেন

প্রতিবেশী ডেস্ক :

মারা গেছেন পাকিস্তানের সবচেয়ে লম্বা মানুষ জিয়া রশিদ (৩০)। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মঙ্গলবার (২ জুলাই) ভেহারিতে মারা যান তিনি। খবর জিও নিউজের।

- Advertisement -

সোশ্যাল মিডিয়ার তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ অনেকে জিয়া রশিদের জানাজায় অংশ নেন।

- Advertisement -google news follower

মাত্র ১৫ বছর বয়সে পাকিস্তানের সবচেয়ে লম্বা ব্যক্তির স্থান দখল করেন তিনি। ২০ বছর বয়সে হঠাৎ করে তার হাঁটুতে সমস্যা দেখা দেয়। এ রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন জিয়া।

জিয়া রশিদ দাবি করতেন তার উচ্চতা ৮ ফুট ৮ ইঞ্চি এবং তিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লম্বা ব্যক্তি।

- Advertisement -islamibank

জিও নিউজ জানিয়েছে, অসুস্থ হলেও অর্থাভাবে নিজের পর্যাপ্ত চিকিৎসা করাতে পারেননি তিনি। সরকারের থেকেও কোনো সহায়তা পাননি রশিদ।

জানা যায়, গত বছর জিয়া রশিদ সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যান। যা তার আগের শারীরিক সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। দীর্ঘ অসুখের সঙ্গে লড়াই করে আজ পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি।

রশিদ জানিয়েছিলেন, তিনি মেট্রিক পর্যন্ত পড়াশোনা করেছেন এবং তিনি আরও পড়তে চান। কিন্তু ভ্রমণগত ও আর্থিক সমস্যার কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারছিলেন না।

উন্নত জীবনযাপনের জন্য সরকারের কাছে তার পরিবারকে সাহায্য করার আবেদন জানিয়েছিলেন তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM