একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কক্সবাজার জেলায় ৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক বলেন, কক্সবাজারের চারটি সংসদীয় আসনে ৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তার মধ্যে সদর, রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, উখিয়া ও টেকনাফে ৮ ভাগে এই ৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ ও অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা নির্বাচনের নিরাপত্তায় কাজ করবে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজিবি সদস্যরা বুধবার (১৯ ডিসেম্বর) থেকে নির্বাচনি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে নির্বাচন আচরণবিধি সংক্রান্ত দায়িত্ব পালন করবে ।
প্রসঙ্গত, সারাদেশের মতো কক্সবাজারের চারটি আসনে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছিল। বিজিবি মোতায়েন করার পর এ ধরনের ঘটনা কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।