আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে ওবায়দুল কাদেরের আলোচনা স্থগিত

অনলাইন ডেস্ক

সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিম’ ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরর আলোচনায় বসার কথা ছিল আজ বৃহস্পতিবার সকাল ১১টায় তবে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া।

- Advertisement -google news follower

মুঠোফোন তিনি বলেন, আজকে সকালে আলোচনা হওয়ার কথা ছিল। তবে তা সাময়িক স্থগিত করা হয়েছে।

কবে নাগাদ ফের আলোচনা হতে এমন প্রশ্নে তিনি বলেন, নির্দিষ্ট করে দিন-তারিখ ঠিক করা হয়নি। তবে শিগগিরই হবে বলে জানান তিনি।

- Advertisement -islamibank

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে গত ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ৩৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একইসঙ্গে একই দাবিতে কর্মকর্তা-কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। এতে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM