উখিয়ায় পুলিশের হাতে ধরা ২ রোহিঙ্গা, অস্ত্র উদ্ধার

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে দুই রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএনের সদস্যরা।

- Advertisement -

এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড রাইফেলের গুলি ও দুটি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৫-এর সি-৬ সাব ব্লকে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, ওই ক্যাম্পের সি-৬ সাব ব্লকের নুর ছালামের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৬) ও ডি-২ সাব ব্লকের সুনা মিয়ার ছেলে মো. শফিক (৩৩)।

- Advertisement -islamibank

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান, দেহ তল্লাশি করে তিন রাউন্ড রাইফেলের গুলি, পাঁচটি রাইফেলের গুলির খোসা এবং কোমরে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় পাওয়া দুটি শর্টগানের কার্তুজসহ তাদের গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM