রাউজানের আবিদ বেঁচে নেই, হাওর থেকেই উদ্ধার হয় লাশ

অনলাইন ডেস্ক

ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী রাউজানের বাসিন্দা আবিদুর রহমান আবিদ (২৪) মারা গেছেন।

- Advertisement -

বন্ধুদের সাথে কিশোরগঞ্জ বেড়াতে গিয়ে করিমগঞ্জ উপজেলার হাওরে নেমে পানিতে তলিয়ে যাবার ২৬ ঘন্টা পর তার নিথর দেহটি উদ্ধার করা হয়েছে।

- Advertisement -google news follower

আবিদ রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোবারকখীল গ্রামের হালদার খান চৌধুরী বাড়ির কলেজ শিক্ষক সারওয়ার জামান খানের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিভাগের ছাত্র।

শনিবার (৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে লাশটি উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

- Advertisement -islamibank

এর আগে শুক্রবার (৫ জুলাই) পরিবারকে না জানিয়ে ঢাকা থেকে ৫-৬ বন্ধু মিলে বেড়াতে গিয়েছিল কিশোর গঞ্জের হাওরে। বিকেল ৫টার দিকে হাওরের পানিতে নামতেই সে তলিয়ে যায়। সেদিন অনেক খোঁজাখুজির পরও তার কোন সন্ধান মেলেনি।

শনিবার দুপুর আড়াইটার দিকে সেখানকার পুলিশের মাধ্যমে বাবা সারওয়ার জামান খান জানতে পারেন ছেলে আবিদের লাশ পাওয়া গেছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা পৌছালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM