মিডিয়ায় কর্মরত ব্যক্তিদের পেশাগত দক্ষতা, মানোন্নয়ন ও এই পেশায় কাজ করতে আগ্রহীদের জ্ঞানের পরিসর বৃদ্ধি করতে শিগগিরই চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) গড়ে তোলা হচ্ছে ‘সেন্টার ফর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স’।
বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে নগরের জামালখানে সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তৌহিদ সামাদ।
উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য নাদের খান, এ এইচ এম চৌধুরী, সৈয়দ মাহমুদুল হক, লুৎফে এম আইয়ুব, দিলরুবা আহমেদ, ইসমাইল দোভাষ, মির্জা সালমান ইস্পাহানি, আমিনুর রেজা খান, উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী।
সভায় প্রতি বছর স্কলারস ডে উদযাপন করারও সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি স্থায়ী ক্যাম্পাসের কাজের অগ্রগতি, অডিট রিপোর্ট নিয়েও আলোচনা করেন বোর্ড সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি
জয়নিউজ/বিশু/জুলফিকার