কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের খান বীচ সড়ক দিয়েই হাটছিলেন কয়েকজন পথচারী।
এদিক ওদি তাকাতেই বিচস্থ একটি চিংড়ি ঘেরের দিকেই চোখ যায়। তারা ষাটোদ্ধ বয়সী একজন বৃদ্ধের লাশ দেখতে পায়।
পরে থানায় খবর দিলে পুলিশের একটি টিম এসে লাশটি উদ্ধার করে। শনিবার (৬ জুলাই) রাতে লাশটি উদ্ধার করা হয়।
মৃত ওই বৃদ্ধের নাম নাছির উদ্দীন (৬১)। তার বাড়ি রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শুভ রন্জন চাকমা জানান, চিংড়ি ঘের থেকে নাছির উদ্দীন নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সে মৃগী রোগী ছিল, যার কারণে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে।
ওসি আরও বলেন, লোকটি দীর্ঘদিন ধরে স্থানীয় সাবেক মেম্বার সৈয়দ নূরের বাড়িতে কাজ করেন। পরিবারের দাবির প্রেক্ষিতে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।
জেএন/পিআর