তেলবাহী বগির চাকার নিচে পা হারাল ১০ বছরের শিশু

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া তেলবাহী একটি ট্রেনের বগিতে লাফ দিয়ে ওঠতে গিয়ে পা পিছলে পড়ে যায় ১০ বছর বয়সী শিশু সাইমন। রেলের চাকা ঘুরতেই কাটা পড়ে তার একটি পা।

- Advertisement -

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার সময় চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেললাইনের দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন।

আহত শিশু সাইমন দোহাজারী পৌরসভার ঈদপুকুরিয়া গ্রামের প্রবাসী সাইফুল আলমের ছেলে। সে ওই এলাকার কাছেমুল উলুম মাদরাসার কিতাবখানার ছাত্র বলে জানা গেছে।

- Advertisement -islamibank

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাতে দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, দোহাজারী রেলওয়ে স্টেশনে তেলবাহী বগিটি পৌছালে লাফ দিয়ে বগিতে ওঠার চেষ্টা করে শিশুটি।

পা পিছলে সে বগির ফাঁকে পড়ে সে আটকে যায়। পরে বগিটি ছাড়া মাত্রই চাকায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM