বাসার ছাঁদে রাখা পরিত্যক্ত একুরিয়ামে ঢুকে পড়ে এক সবুজ বোড়া সাপ। এ সাপ দেখেই পরিবারের সদস্যরা হতবিহ্বল হয়ে পড়েন।
তা সরাতে গেলে যদি ঘরের অন্য কোথাও ঢুকে পড়ে-এমন চিন্তায় দিশেহারা। পরে স্নেক রেসকিউ টিমের সহায়তা চান তারা।
বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট শেখ বাড়ি থেকে এ সাপটি উদ্ধার করে বোতলবন্দি করেছেন স্নেক রেসকিউ টিমের সদস্য অয়ন মল্লিক।
তিনি বলেন, গতকাল বুধবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শেখ বাড়ির লোকজন স্নেক রেসকিউ টিমের হটলাইনে ফোন করেন। খবর পেয়ে ওই বাড়ির ছাঁদে রাখা একটি পরিত্যক্ত একুরিয়াম থেকে সবুজ বোড়া সাপটি উদ্ধারের পর আপাতত: সাপটি বোতলবন্দি করা হয়েছে। এটি ট্রেনিং প্রোগ্রামে নিয়ে যাওয়া হবে এরপর অবমুক্ত।
অয়ন মল্লিক আরও জানান, এটি বিষধর সাপ। বিষের ধরণ (হেমোটক্সিন)। সবুজ রঙের এ সাপটি সবুজবোড়া বা টিয়াবোড়া ও গ্রিন ভাইপার নামেও পরিচিত। অনেকে এ সাপকে লাউডগা (মৃদু বিষধর) সাপ মনে করেন, কিন্তু দুইটা ভিন্ন। সবুজ বোড়ার বিষ যথেষ্ট শক্তিশালি, এর কামড়ে দ্রুত চিকিৎসা না নিলে মৃত্যু হতে পারে।
জেএন/পূজন/এমআর