চট্টগ্রাম নগরীর কাজীর দেউরীস্থ কুক আউট রেস্টুরেন্টের ক্যাশ থেকে ৫ লক্ষ ৭০ হাজার টাকা চুরির অভিযোগে কর্মচারী মো. নাছির উদ্দীন প্রকাশ সাইফ (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১২ জুলাই) ভোররাত পৌণে ৪টার সময় কক্সবাজার সদর থানাধীন জেল রোডের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
এসময় তার হেফাজতে থাকা শপিং ব্যাগ থেকে চুরি করা এক লক্ষ ১৬ হাজার টাকা, ২ লক্ষ টাকার ৩ টি ব্যাংক ডিপোজিট স্লিপ, ১টি মোবাইল সেট ও ১টি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়।
গ্রেফতার সাইফ চট্টগ্রারে পটিয়া উপজেলার ৮নং কুসুমপুরা ইউনিয়নের মৌলানা মনির আহমদ সাহেব বাড়ীর বাসিন্দা হারুনুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, সাইফ কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী এসএস খালেদ রোডস্থ কুক আউট নামক রেস্টুরেন্টের কর্মচারী।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সাইফ কৌশলে রেস্টুরেন্টটির ক্যাশের চাবি সংগ্রহ করেন। পরে ক্যাশে রক্ষিত ৫ লক্ষ ৭০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়।
রাতেই রেস্টুরেন্টটির মালিক মো. সোহাগ খান বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি চুরির মামলা দায়ের করেন। এতে কর্মচারী মো. নাছির উদ্দীন প্রকাশ সাইফকে আসামি করা হয়।
মামলার পর ঘটনাটি তদন্ত শুরু করে কোতোয়ালী থানার এসআই সজীব কুমার আচার্য্য। তিনি তথ্য প্রযুক্তির সাহায্যে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করেন।
পরে থানার এসআই খাইরুল বাসার, এএসআই রুবেল মজুমদার ও এএসআই সাইফুল আলমসহ একটি টিম নিয়ে কক্সবাজারে অভিযান চালায়। অভিযানে গ্রেফতার হয় সাইফ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক জানান, গ্রেফতারের পর আসামিকে চট্টগ্রামের কোতোয়ালী থানায় এনে দায়েরকৃত মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।
জেএন/পিআর