তীব্র গরমে পানির পিপাসা পেয়েছিলো ১০ বছরের শিশু জোবায়ের। পানি খাওয়ার জন্য তড়িঘড়ি করে বাসার ফ্রিজের কাছে চলে আসে।
তখনও কারো জানা ছিলো না যে ফ্রিজটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে আছে। শিশুটি ফ্রিজ খুলতে গেলেই স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
এসময় পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত এগিয়ে এসে বিদ্যুতের লাইন থেকে ফ্রিজটির সংযোগ খুলে দিয়ে মুমুর্ষ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। পরে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শনিবার (১৩ জুলাই) বেলা সাড়ে এগারটার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ মাহমুদাবাদ এলাকায়। শিশুটি ওই এলাকার কোরবান আলী চৌধুরী বাড়ীর জাফরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপি সদস্য সফিউল আজম। তিনি বলেন, শিশু জোবায়েরের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক কবরস্থানেই তাকে দাফনের প্রস্তুতি চলছে।
জেএন/পিআর