কারণ জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী

বাজারে মরিচের ঝাল ও পেঁয়াজের ঝাঁজ কেন বেশি?

অর্থনীতি ডেস্ক :

দীর্ঘদিন ধরেই নিত্যপণ্য, কাঁচাবাজার, মাছ-মাংস, এমনকি মসলাজাত পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানেই বেড়েই চলেছে সবকিছু। সবচেয়ে বেশি অস্থির হয়ে উঠেছে কাঁচামরিচের বাজার।

- Advertisement -

সাধারণ ক্রেতাদের প্রশ্ন কাঁচামরিচের দামে কেন এতো ঝাল? অন্যদিকে কিছুটা কমলে আবার দ্বিগুন বেড়ে যায়। এ নীতিতেই বেশ কয়েক সপ্তাহ ধরেই বাজারে ঝাঁজ ছড়িয়ে চলেছে নিত্য প্রয়োজনীয় পেঁয়াজ।

- Advertisement -google news follower

কেন এমনটা হচ্ছে? এবার তা খোলাসা করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

তিনি বলেন, ভারী বর্ষণের ফলে সরবরাহ ঘাটতির কারণে মরিচ, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বাড়ছে। তবে সরবরাহ বাড়াতে বিভিন্ন দেশের সাথে আমদানির বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানান তিনি।

- Advertisement -islamibank

আজ শনিবার কারওয়ান বাজারে টিসিবি ভবনে রপ্তানি ট্রফি বিতরণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বৈরি আবহাওয়ার সুযোগে কেউ যাতে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেবে বাণিজ্য মন্ত্রণালয়।

তিনি জনান, রোববার ৩২টি খাতের রপ্তানিকারকদের মাঝে রপ্তানি ট্রফি প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার মোট ৭৭টি পুরষ্কার দেওয়া হবে। এর মধ্যে ২৯টি স্বর্ণ, ২৭টি রৌপ্য এবং ২১টি ব্রোঞ্জ পদক।

এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রিতে পুরোনো ডিলারদের মধ্য থেকে যাচাই-বাছায়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নতুন ডিলারও দেওয়া হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM