মেয়রকে অভিবাদন জানাতে কক্সবাজার মহাসড়কে নেতাকর্মীর ঢল

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নগরপিতা আ জ ম নাছির উদ্দীনের কক্সবাজার সফরকে কেন্দ্র করে চকরিয়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে চকরিয়া উপজেলা  আওয়ামী  লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীসহ সাধারণ মানুষ মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় সমবেত হতে শুরু করে। এসময় প্রতি মোড়ে মোড়ে মেয়র নাছিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। প্রিয় নেতাকে অভিবাদন জানাতে  চকরিয়ার নেতাকর্মীরা সকাল থেকেই মহাসড়কে সমবেত হতে থাকে।

- Advertisement -google news follower

চকরিয়া শাহবিল ইউনিয়ন চেয়ারম্যান মহসিন বাবুল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহাসড়কের পাশে মেয়রকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

এর আগে বেলা সাড়ে ১১টায় পুলিশ মহাসড়কের দুইপাশে নেতাকর্মী-সমর্থকদের দাঁড়াতে বারণ করে। ফলে টানা দুই ঘণ্টারও বেশি সময় নেতাকর্মীরা মহাসড়কের বাইরে অবস্থান নেয়। পরে বেলা ১২টার দিকে পুলিশ নেতাকর্মীদের রাস্তার পাশে দাঁড়ানোর অনুমতি দেয়।

- Advertisement -islamibank

প্রসঙ্গত,  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে ৪৫টি গাড়ি নিয়ে কক্সবাজারের মহেশখালী ও রামু সদরের উদ্দেশে নগরপিতা আ জ ম নাছির উদ্দীন শুক্রবার সকালে চট্টগ্রাম ছাড়েন। তিনি বিকাল ৩টায় কালারমারছড়ায় কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মহাজোট  প্রার্থী আশেক উল্যাহ রফিকের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। পরে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে আওয়ামী লীগ প্রার্থী সাইমুল সরওয়ার কমলের পক্ষে প্রচারণা চালাবেন।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM