চটের বস্তার ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ইয়াবার বড় একটি চালান বিক্রির উদ্দ্যেশে অবস্থান করছে মাদক কারবারিরা।
এমন সংবাদ পেয়ে রবিবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনাফের হ্নীলা মৌলভী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১৫।
অভিযানে র্যাবের চৌকস দলের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজতে থাকা একটি চটের বস্তার ভিতরে রক্ষিত অবস্থায় ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, হ্নীলা মৌলভী বাজারের হাজী জানে আলমের ছেলে রবি আলম (২৭) ও একই এলাকার নাজির হোসেনের ছেলে বশির আহম্মদ (৩৫)।
র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক দুজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা জানায়, বিভিন্ন কৌশলে দীর্ঘদিন ধরেই তারা মাদকদ্রব্য ইয়াবা অবৈধ পথে মিয়ানমার থেকে সংগ্রহ করে আসছেন।
পরবর্তীতে বিভিন্ন জায়গায় মজুদ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় এজাহার দাখিল করা হয়েছে বললেন র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা।
জেএন/পিআর