মেম্বার হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের দায়ে চট্টগ্রাম নগরের খুলশী থানার পাহাড়তলী কলেজ রোড এলাকার মেম্বার হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

রোববার (১৪ জুলাই) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

- Advertisement -google news follower

একইসঙ্গে আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে খুলশী থানার ফয়েজ লেক এলাকার ব্রেডকো বেকারিকে ৫৫ হাজার এবং পাহাড়তলী নিউ শাহী বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বলেন, পোড়া তেল, অননুমোদিত রাসায়নিক ব্যবহার, অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM