সিলেটের সীমান্তে খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে লাকড়ি আনতে গিয়ে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। গতকাল রোববার বিকেলে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ সীমান্তের নাজিরেরগাঁও (১২৫২ নং পিলার) এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩২) ও মৃত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর।

- Advertisement -

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই যুবকরা সীমান্ত পেরিয়ে প্রায়ই ভারতে যাতায়াত করেন এবং বিভিন্ন মালপত্র নিয়ে আসেন। গতকাল সকালেও তারা ভারতে গিয়েছিলেন লাকড়ি আনতে। বিকেল ৩টার দিকে খবর আসে, খাসিয়ার গুলিতে মারা গেছেন আলী হুসেন ও কাউছার আহমদ। একটু পর গুরুতর আহত অবস্থায় ফিরে আসেন নবী হুসেন।

- Advertisement -google news follower

উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) ২নং ওয়ার্ডের সদস্য ফখরুল মিয়া বলেন, দুই যুবকের লাশ নাজিরেরগাঁও কারবালারটুক সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখিছি। এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর বলেন, ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন। বিজিবির সঙ্গে কথা হয়েছে। তারা লাশ দেশে আনতে কাজ করছে। লাশ দেশে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ৪৮ বিজিবির কালাইরাগ বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে বিজিবি সদস্যরা যাচ্ছেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM