রাঙ্গামাটিতে বন্য হাতির আক্রমণে ষাটোর্ধ্ব বৃদ্ধা নিহত, বাড়ি ভাঙচুর

দেশজুড়ে ডেস্ক :

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বন্য হাতির আক্রমণে ষাটোর্ধ্ব বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। তাছাড়া বৃদ্ধার ছোট্ট ঘরটিও ভাঙচুর করে তছনছ করে দিয়েছে হাতিটি।

- Advertisement -

রবিবার দিবাগত রাত ২টার সময় উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

নিহত বৃদ্ধার নাম আরজা বেগম। তিনি রাঙ্গীপাড়া ফরেস্ট অফিস এলাকার মৃত জহিরুল ইসলামের স্ত্রী।

জানা যায়, মধ্যরাতে বৃদ্ধা যখন ঘুমাচ্ছিলেন ঠিক সে সময়ে বাড়িতে আক্রমণ করে বন্য হাতি। বাঁচার জন্য ছুটাছুটি করেও রক্ষা হয়নি তার। হাতির সুরে ধরা পড়েন বৃদ্ধা। আর তৎক্ষণাৎ আচড়ে মেরে ফেলেন বৃদ্ধাকে। তাছাড়া বৃদ্ধার ছোট্ট বাড়িটিও ভাঙচুর করে হাতিটি বের হয়ে যায়।

- Advertisement -islamibank

স্থানীয়রা জানান, বন্য হাতি প্রতিনিয়ত বন থেকে লোকালয়ে এসে সাধারণ মানুষের বাড়িঘর ভাঙচুরসহ মানুষের জীবন মালের ক্ষয়ক্ষতি করে যাচ্ছে। এসব ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাবে তেমন কিছু পায় না সাধারণ মানুষ।

ঘটনার সতত্যা নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, বন্যহাতির আক্রমণে একজন বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জনানো হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM