মহেশখালী থেকে: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নৌকার জয় মানেই দেশের উন্নয়ন। আরেকবার নৌকায় ভোট দিলে মহেশখালী-কুতুবদিয়া হবে দ্বিতীয় সিঙ্গাপুর।
শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টায় মহেশখালী উপজেলার কালামারছড়ায় কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মহাজোট প্রার্থী আশেক উল্যাহ রফিকের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র নাছির একথা বলেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আশেক উল্যাহ রফিককে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, আগামী ৩০ ডিসেম্বর উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন। আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নের অংশীদার হোন।
মেয়র আরো বলেন, সরকারের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে হবে। আর সেজন্য জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের মন জয় করতে হবে। জনগণকে বোঝাতে হবে, একমাত্র আওয়ামী লীগই দেশের উন্নয়ন করে।
এসময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, একটি বিষয় বারবার না বললে মানুষ তা মনে রাখে না। তাই উন্নয়নের তথ্যগুলো জনগণের কাছে বারবার তুলে ধরতে হবে। বিএনপি-জামায়াত স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, তাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় রাখতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। ক্ষমতা হচ্ছে জনগণের সেবা করার জন্য। মানুষের কল্যাণে, মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার জন্য। নৌকায় ভোট দিলে জনগণের ভাগ্য পরিবর্তন হবে।
আরও পড়ুন: মেয়রকে অভিবাদন জানাতে কক্সবাজার মহাসড়কে নেতাকর্মীর ঢল
নৌকার প্রার্থী আশেক উল্যাহ রফিক বলেন, চট্টগ্রামের মেয়র আমার রাজনৈতিক গুরু। বৈরী আবহাওয়া উপেক্ষা করে তিনি গণসংযোগে এসে মহেশখালী-কুতুবদিয়াবাসীকে ধন্য করেছেন। ৩০ ডিসেম্বর নির্বাচনে এলাকাবাসীর গণরায়ে নৌকার বিজয় হবেই।
মেয়র মহেশখালীর চালিয়াতলী, জনতা বাজার, শাপলাপুর, ছোট মহেশখালীর বড় মহেশখালী এলাকায় গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মুরাদ বিপ্লব, আবদুল কাদের, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহাজাদা মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমদ, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আজাদ খান, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, জালাল আহম্মদ দুলাল, আবদুল্লাহ আল মামুন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইয়াছিন আরাফাত, চট্টগ্রাম আইন কলেজের সাবেক এজিএস জমির উদ্দিন, চবি ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু, নগর ছাত্রলীগের সহসভাপতি এম কাইছার উদ্দিন, চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি রায়হানুল হক চোধুরী ও বর্তমান সভাপতি নোমান জিহাদ প্রমুখ।