বেলজিয়াম ফুটবলে সুদিন চলছেই। বছর শেষে প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাংকিংয়ে ১৭২৭ পয়েন্ট নিয়ে এক নম্বর অবস্থানে রয়েছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। ১৭২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্স। ১৭৭৬ পয়েন্ট নিয়ে ব্রাজিল রয়েছে তিনে।
নতুন র্যাংকিংয়ের সেরা পঞ্চাশে ইউরোপ ও এশিয়ার জয়জয়কার, যেখানে কিছুটা পিছিয়ে পড়েছে আফ্রিকানরা। সেরা পঞ্চাশে আগেরবারের সঙ্গে আরও দুই দল যুক্ত হয়ে ৩১ দলই ইউরোপের। এশিয়া থেকে এবার ১টা থেকে বেড়ে ৩টি দল আর আফ্রিকা থেকে ৮টি থেকে কমে ৫টি দল আছে সেরা পঞ্চাশে।
ফিফা’র নতুন র্যাংকিংয়ের সেরা ১০:
১। বেলজিয়াম
২। ফ্রান্স
৩। ব্রাজিল
৪। ক্রোয়েশিয়া
৫। ইংল্যান্ড
৬। পর্তুগাল
৭। উরুগুয়ে
৮। সুইজারল্যান্ড
৯। স্পেন
১০। ডেনমার্ক