দক্ষিণ ইথিওপিয়ায় ভূমিধসে ২২৯ জনের প্রাণহানি

ভিনদেশ ডেস্ক :

দক্ষিণ ইথিওপিয়ায় ভূমিধসে অন্তত ২২৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। রবিবার ও সোমবার দুটি পৃথক ভূমিধসে প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে।

- Advertisement -

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

- Advertisement -google news follower

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় বাসিন্দারা অনেকটা খালি হাতে মাটি সরিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। জীবিত ব্যক্তিদের খোঁজে ড্রোনের সাহায্যও নেওয়া হচ্ছে।

দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী এ ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকজনের কাছে জরুরি ত্রাণসহায়তা পৌঁছাতে হিমশিম খাচ্ছে মানবিক সংস্থাগুলো।

- Advertisement -islamibank

গত সোমবার কেনচো এলাকায় ভয়াবহ এ ভূমিধসের ঘটনা ঘটে। রাজধানী আদ্দিস আবাবা থেকে কয়েক শ কিলোমিটার দূরের এলাকাটি অনেকটাই যোগাযোগবিচ্ছিন্ন। গোফা অঞ্চলের যোগাযোগবিষয়ক দপ্তরের অধীনে পড়েছে কেনচো এলাকা।

গোফা এলাকার জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া সংস্থার প্রধান মার্কোস মেলিসে বলেছেন, ‘আমি জানি না এটি কখন বন্ধ হবে। আমরা এখনও মৃতদেহ উদ্ধার করছি। এখনও খননকাজ চলছে।’

নিহতদের মধ্যে শিশু ও পুলিশ কর্মকর্তা রয়েছে বলেও জানান মার্কোস মেলিসে।

স্থানীয় প্রশাসনের প্রকাশিত ভিডিও ফুটেজে মানুষদের বেলচা ও খালি হাতে মাটি খনন করে মৃতদেহ উদ্ধার করতে দেখা গেছে। এখন পর্যন্ত ১৪৮ পুরুষ ও ৮১ নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM