কোটা আন্দোলনের মধ্যেই বাংলাদেশে গাইবার ইচ্ছা প্রকাশ করেছিলেন নচিকেতা চক্রবর্তী। তবে শেষ পর্যন্ত তার সেই কনসার্ট স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এই শিল্পীর কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রায় এক মাস আগে এ কনসার্টের তারিখ চূড়ান্ত হয়।
সামাজিক মাধ্যমে একটি বিবৃতি দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা। তাতে জানানো হয়েছে, ২৬ জুলাই অনুষ্ঠিতব্য ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার ভলিউম ২’ কনসার্টটি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠিত হচ্ছে না।
এদিকে নচিকেতার কনসার্টের নতুন তারিখ ঘোষণা করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আশা করছি, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২ সেপ্টেম্বর কনসার্টটি অনুষ্ঠিত হবে।
জানা গেছে, যারা টিকিট কেটেছেন, আগের টিকিটেই কনসার্টটি উপভোগ করতে পারবেন।
জেএন/পিআর