চট্টগ্রামে ১৮ মামলায় আজ ৪১জনসহ গ্রেপ্তার ৪৪৯

অনলাইন ডেস্ক

বন্দর নগরী চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের নামে হত্যা, দাঙ্গা ও নাশকতার মামলায় গত ২৪ ঘণ্টায় আর ৪১ জনকে গ্রেপ্তার করেছে নগরের বিভিন্ন থানা পুলিশ।

- Advertisement -

এ নিয়ে চট্টগ্রামে নাশকতার ১৮ মামলায় মোট ৪৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -google news follower

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, কোটা আন্দোলনকে ঘিরে চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে হত্যা, দাঙ্গা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে এবং বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে মোট ১৮টি মামলা দায়ের করেছে।

- Advertisement -islamibank

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব মামলার আসামিদের শনাক্ত করে এখন পর্যন্ত মোট ৪৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে আজ (শুক্রবার) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৪১ জনকে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM