কলকাতার পাশাপাশি বাংলাদেশেও বেশ পরিচিত মুখ টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অভিনয় জগতে দীর্ঘ ক্যারিয়ার তার।
এই অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের জন্য এলো নতুন খবর। প্রথমবারের মতো ওয়েব সিরিজ পরিচালনা করতে যাচ্ছেন তিনি।
এর আগে স্বপ্লদৈর্ঘ্য সিনেমা ‘এবং ছাদ’ দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক ঘটে শ্রীলেখা মিত্রের।
কলকাতায় চালু হচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে। এই প্ল্যাটফর্মের জন্য ‘পান সুপারি’ নামের সিরিজ নির্মাণ করবেন শ্রীলেখা।
অনেক দিন ধরেই আলোচনা চলছিল যে ক্যামেলিয়া প্রোডাকশন তাদের ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসছে। তাদের প্রস্তুতিও চলছিল।
অবশেষে জানা যাচ্ছে, শিগগিরই নতুন প্ল্যাটফর্ম ‘ফ্রাইডে’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। যেখানে একগুচ্ছ নতুন কনটেন্ট থাকছে। ইতিমধ্যে সাতটি সিরিজ তৈরি হয়েছে, বাকিগুলোর শুটিং চলছে।
এই প্ল্যাটফর্মে অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’, কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘নাইট অব ক্রাইম’ (সিনেমা থেকে সিরিজ), সাগ্নিক চট্টোপাধ্যায়ের ‘লেডি চ্যাটার্জি’, অরিন্দম চক্রবর্তীর ‘আমি নন্দিনী’, দীপ মোদকের ‘নেক্রো’, আবু হায়াত মাহমুদের ‘ভালোবাসা’, কৌশিক করের ‘ফটাশ’—এই সাত সিরিজ দিয়ে যাত্রা শুরু হবে।
অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’ সিরিজটিতে আছেন আরিফিন শুভ, অরুণিমা ঘোষ, সৌরসেনী মৈত্র, সাহেব, অঙ্কিতা চক্রবর্তী, ইন্দ্রাশিস রায় ও অনুরাধা রায়।
জেএন/পিআর