নিখোঁজ বাবুলের লাশ মিলল কেপিএম কারখানার পরিত্যক্ত ভবনে

দেশজুড়ে ডেস্ক :

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) কারখানার একটি পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত একটি মরদেহটি উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

শনিবার (২৭ জুলাই) দুপুরে উদ্ধার হওয়া মরদেহটি উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার বাসিন্দা আবুল কাশেম বাবুল (৫৫)র বলে নিশ্চিত করেছে পুলিশ।

- Advertisement -google news follower

কর্ণফুলী পেপার মিলস কারখানার দায়িত্বশীল একটি সূত্র জানায়, আবুল কাশেম একসময় কেপিএম কারখানায় মাস্টার রোলে মেশিন হাউজে কর্মরত ছিলেন।

২০২৩ সালের ২৬ অক্টোবর তার বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় মিলস কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে।

- Advertisement -islamibank

পুলিশ জানায়, আবুল কাশেম নিখোঁজ ছিলেন। পরে তার পরিবার বিষয়টি কাপ্তাই থানায় জানায়। পরে তার খোঁজে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে ফোন ট্র্যাকিং করে কেপিএম কারখানার অভ্যন্তরে পরিত্যক্ত ভবনে তার মরদেহ পাওয়া যায়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, মরদেহটি পচে গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM