চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার অভিযোগে আরও ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা থেকে ৩৪ জন ও জেলা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৩০ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও জেলা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
এদিকে কোটা আন্দোলনে নাশকতার অভিযোগে সিএমপির কোতেয়ালী ও পাহাড়তলী থানায় নতুন করে মামলা দায়ের হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, চট্টগ্রাম মহানগরীতে কোটাবিরোধী আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে নগর পুলিশের অভিযানে ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হলো।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের নামে সহিংসতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়। জেলায় এ পর্যন্ত এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে মোট ৪০০ জনকে।
জেএন/এমআর