ওয়াসা মোড়ে ট্রাফিক বক্সে হামলা, ভাঙচুর

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার গণমিছিল শেষে যাওয়ার সময় নগরের ওয়াসা মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনসের ‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের’ নাম ফলকও ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

- Advertisement -

শুক্রবার (২ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

সরজমিনে দেখা যায়, বিকেল চারটায় নগরের টাইগারপাস মোড়ে শেষ হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার গণমিছিল। এ সময় মিছিলের একটি অংশ ওয়াসা মোড়ের দিকে রওয়ানা করে। ওয়াসা মোড়ে আগ থেকেই ছাত্রলীগের একটা পক্ষ অবস্থান করছিল। শিক্ষার্থীদের অভিযোগ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দিয়েছেন। ওই সময় ছাত্ররা ধাওয়া দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গলির দিকে ঢুকে যান।

এরপর ওয়াসার মোড়ে পুলিশের সাঁজোয়া যান দেখে আন্দোলনকারীরা সেটি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এরপর সাঁজোয়া যানটি ওয়াসা থেকে আলমাস সিনেমা হলের দিকে চলে গেলে মিছিলের ভেতর থেকে কয়েকজন ওয়াসা মোড়ের পুলিশ বক্সে ভাঙচুর চালায়।

- Advertisement -islamibank

এদিকে ট্রাফিক বক্সে হামলার ঘটনায় নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ বলেন, ‘আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বক্সে হামলা চালায়। তখন ভেতরে কোনো পুলিশ ছিল না, তাই কেউ হতাহত হয়নি।’

অপরদিকে সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, ‘একই সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনসের ‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের’ নাম ফলকও ভেঙে ফেলা হয়েছে।’

এর আগে শুক্রবার জুমার নামাজের পর বৃষ্টি উপেক্ষা করে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থী ও মুসল্লিরা। এতে যোগ দেন অভিভাবকসহ নানান শ্রেণিপেশার মানুষ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মিছিল নিয়ে নিউমার্কেট যাওয়ার সিদ্ধান্ত নেন।

মিছিল শুরু হলে প্রবল বৃষ্টিও আরম্ভ হয়। কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। অনেকের হাতে ছিল ছাত্র-হত্যার বিচারের দাবি সংবলিত প্লেকার্ড।

বিকেল পৌনে তিনটার দিকে ছাত্র-জনতার বিশাল মিছিলটি সিনেমা প্লেস, শহীদ মিনার হয়ে নগরের নিউ মার্কেট মোড়ে পৌঁছায়। সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন শিক্ষার্থীসহ অন্যরা। পরে বিকেল চারটার কিছু আগে বৃষ্টিতে ভিজে মিছিল টাইগারপাস মোড়ে পৌঁছায়। প্রায় ১০ মিনিট অবস্থানের পর আজকের মত কর্মসূচি সমাপ্তির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM