বিধবাদের সুখবর দিলেন বিজেপির মন্ত্রী

প্রতিবেশী ডেস্ক :

বিধবা নারীদের জন্য সুখবর দিলেন ভারতের গোয়া রাজ্যের বিজেপি সরকারের জনকল্যাণ মন্ত্রী সুভাস ফল দেশাই।

- Advertisement -

সন্তান পালন ও অসহায় পরিস্থিতি কাটিয়ে তুলতে স্বামীহারা বিধবা নারীদের ৪ হাজার টাকা করে মাসে পেনশন দেওয়ার ঘোষণা দেন।

- Advertisement -google news follower

মন্ত্রী জানান, যে সকল বিধবানার সন্তানের বয়স ২১ বছরের নিচে তারা প্রতি মাসে ৪০০০ টাকা করে পেনশন পাবেন।

বিজেপি শাসিত গোয়ায় সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বিধবা পেনশনের জন্য আবেদন করলে, ‘গৃহ আধার’ প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হবেন না।

- Advertisement -islamibank

বর্তমানে ভারতের গোয়ায় ৪০ থেকে ৭৯ বছর বয়সি বিধবা নারীরা সমাজকল্যাণ মন্ত্রীর পক্ষ থেকে মাসে ২৫০০ টাকা পেনশন পান।

তবে এটি পেতে তাদের ‘গৃহ আধার’র সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। তবে গোয়া সরকারের নতুন ঘোষণা অনুযায়ী, এবার বিধবা পেনশন পেতে গেলে ‘গৃহ আধার’র সুবিধা থেকে বঞ্চিত হতে হবে না।

গোয়া সরকারের নতুন নিয়ম অনুযায়ী, একজন বিধবা সেখানে, সরাসরিভাবে সমাজকল্যাণ দফতরের কাছে ২,৫০০ টাকার বিধবা পেনশনের জন্য আবেদন করতে পারেন।

যদি তার সন্তান থাকে, তাহলে সেই সন্তান যতক্ষণ না পর্যন্ত ২১ বছর বয়সে পৌঁছাবে ততক্ষণ সেই বিধবা নারী ‘গৃহ আধার’র বাড়তি সুবিধাও পাবেন। তিনি সব মিলে প্রতি মাসে ৪ হাজার টাকা পেনশন পাবেন।

এছাড়াও গোয়ায় অটল আসারা যোজনার জন্য নতুন করে, যাচাই পর্ব শুরু হবে। সুভাষ দেশাই বলছেন, ২০ কোটি টাকা বরাদ্দ করেছেন বর্তমান অর্থ বছরের জন্য।

চলতি বছরে তারা এই প্রকল্পের আওতায় আবেদন পেয়েছেন। সেই জন্য এবার নতুন করে যাচাই পর্ব শুরু হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM