১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারন

অর্থনীতি ডেস্ক

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে কেজিতে প্রায় ১ টাকা। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঠিক করা হয়েছে ১ হাজার ৩৭৭ টাকা।

- Advertisement -

গত মাসে এই দাম ছিল ১ হাজার ৩৬৬ টাকা। জুলাইয়ের আগের তিন মাস টানা কমেছিল এলপিজির দাম।

- Advertisement -google news follower

ঘোষিত নতুন দাম আজ রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশনের (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মো. নুরুল আমিন চৌধুরী এলপিজির নতুন দাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দাম কেজিতে ৫১ পয়সা বেড়ে হয়েছে ৬৩ টাকা ২১ পয়সা। প্রতিকেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১১৪.৭৯ টাকা।

- Advertisement -islamibank

গত জুলাই মাসে এই দাম ছিল ১১৩ টাকা ৮৬ পয়সা। কেজিতে বেড়েছে ৯৩ পয়সা। যদিও বেসরকারি পর্যায়ের কোম্পানির এলপিজি বিইআরসির বেঁধে দেওয়া দাম বিক্রি না করার অভিযোগ রয়েছে।

তবে সরকারি এলপিজির দাম ১২ কেজি সিলিন্ডারে ৬৯০ টাকা অপরিবর্তিত থাকবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM