নির্বাচনকে ঘিরে মহানগরের বিভিন্ন এলাকায় পথসভা করছে নগর আওয়ামী লীগ। এ উপলক্ষে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে শতাধিক গাড়িবহর নিয়ে র্যালি বের হয়। নগর আওয়ামী লীগ সূত্র জানায়, র্যালি ছয়ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছে।
আরও পড়ুন: আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে নগর আ’ লীগ
এর আগে রোববার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে এ প্রচারণা কার্যক্রম শুরু হয়।
ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর গাড়িবহর চট্টগ্রাম-৯ আসনে প্রচারণা চালায়। ওই গ্রুপে ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, যুগ্ম সম্পাদক বদিউল আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী।
মেয়র নাছির চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-৫ ও চট্টগ্রাম-১১ আসনে প্রচারণা চালাচ্ছেন। মেয়রের সঙ্গে রয়েছেন সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌসসহ নেতাকর্মীরা।
কৈবল্যধাম এলাকায় চট্টগ্রাম-৪ আসনে মহাজোটের প্রার্থী দিদারুল আলমের পক্ষে পথসভা করেন মেয়র নাছির। চট্টগ্রাম-৪ আসনের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দিদারুল আলমকে বিজয়ী করার আহ্বান জানান মেয়র।
সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের গাড়িবহর চট্টগ্রাম-৮ আসনের পাঁচলাইশ-চান্দগাঁও এলাকায় গণসংযোগ করে। এই গ্রুপে আওয়ামী লীগ নেতা মো. ইসাসহ সংশ্লিষ্ট ওয়ার্ড নেতৃবৃন্দ আছেন।
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের গাড়িবহর চট্টগ্রাম-১০ আসন এলাকায় প্রচারণা করে। এই গ্রুপে কোতোয়ালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুরসহ সংশ্লিষ্ট ওয়ার্ড, থানা নেতৃবৃন্দ আছেন।
বিভিন্ন পথসভায় মেয়র বলেন, নগরের ৪১ ওয়ার্ডজুড়ে মহানগর আওয়ামী লীগ নৌকার প্রার্থীদের প্রচারণায় এই র্যালি। নগরের ৬টি আসনে আমরা নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছি। গ্রুপগুলো আওতাধীন এলাকায় র্যালি করবে।
মেয়র আরো বলেন, আগামীতে আওয়ামী লীগ সরকার গঠনের সুযোগ পেলে চলমান প্রকল্পকাজ বাস্তবায়িত হবে। ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসলে সব কাজ বন্ধ করে দেবে। জনগণ যদি উন্নয়ন চায়, দেশের অগ্রগতি ও শান্তি চায়, তাহলে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দিতে হবে।