ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামির আঘাতে অন্তত ১৬৮ জনের মৃত্যু হয়েছে। সান্দা প্রণালীতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ফলে এ সুনামির সৃষ্টি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৬০০ জনের বেশি আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
শনিবার (২২ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে দেশটির সুন্দা উপত্যকায় ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। ফলে ভূগর্ভে প্রচণ্ড ভূমিধসে ওই সুনামির সৃষ্টি হয়। এতে শত শত ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত সেপ্টেম্বরে্ও দেশটিতে ভয়াবহ এক ভূমিকম্পে প্রাণ হারায় দুই হাজারের বেশি মানুষ।