বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আন্দোলনে ছাত্রদের সাথে ছিলেন শোবিজ তারকারাও। তারকাদের সরব উপস্থিতি নিয়ে লেখালেখিও হয়েছে বেশ।
তবে এ বিষয় নিয়ে অনেক তারকাকে চুপ থাকতে দেখা গেছে এরমধ্যে অন্যতম হলো অভিনেতা চঞ্চল চৌধুরী। নিরবতা ভেঙ্গে এবার এ অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট করেছেন। লিখেছেন-
আমি চঞ্চল চৌধুরী বলছি…….
আমার নাম ব্যবহার করে কোন বিদেশী/দেশী পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে,সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়,তার দায় আমার নয়। কারন এখন পর্যন্ত আমি কোন পত্র পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন বিষয়ে কোন বক্তব্য দেইনি।
আমি সাধারন একজন শিল্পী। পেশাগত কারন ছাড়া কোন কিছুর সংগে আমার কোন সম্পৃক্ততা নেই।
আমার মায়ের চরম অসুস্থ্যতাজনিত কারনে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশী সক্রিয় নই।
সবশেষে তিনি দেশের শান্তি কামনা করে লেখেন, দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।
এর আগে অবশ্য ১৭ জুলাই ছাত্রদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছিলেন তিনি।
লিখেছিলেন, সমাধানের অন্য কোন পথ কি খোলা ছিলো না??? গুলি কেন করতে হলো???? বুকের রক্ত না ঝড়িয়ে সুষ্ঠু সমাধান করা যেতো না???
ওই পোস্টে তিনি নোংরা রাজনীতি বন্ধের কথাও বলেন। চঞ্চল বলেন, হায়রে দুর্ভাগা দেশ!!!!!! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক!!!!
জেএন/পিআর