রাজশাহীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা অস্ত্র উদ্ধার

দেশজুড়ে ডেস্ক :

রাজশাহীতে প্রাইভেট কার থেকে দেশীয় তৈরি দুই বস্তা অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় গাড়ী চালককে আটক করা হয়।

- Advertisement -

শনিবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে মহানগরীর শহিদ কামারুজ্জামান চত্ত্বরে (গোরহাঙ্গা) এলাকায় গাড়িটি থামিয়ে তল্লাশির সময় অস্ত্রগুলো উদ্ধারের পর চালককে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

- Advertisement -google news follower

আটক ব্যক্তির নাম হোসেন, তিনি নগরীর চন্ডীপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে মহানগরীর শহীদ কামারুজ্জামান চত্ত্বরে (গোরহাঙ্গা রেলগেট) এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

- Advertisement -islamibank

এসময় একটি প্রাইভোট কার (ঢাকা মেট্রো-গ ১৭-১১১৪) থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির পেছনে দুই বস্তা দেশী অস্ত্র পাওয়া যায়।

পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্রসহ বিজিবির কাছে সৌপর্দ করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আটক হোসেন ও উদ্ধারকৃত দেশীয় অস্ত্র নিজেদের জিম্মায় নিয়ে যান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM