কবি নজরুল কলেজের অধ্যক্ষ পদত্যাগ করেছেন

শিক্ষা ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম পদত্যাগ করেছেন রবিবার (১১ আগস্ট)। আজ দুপুরে শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হন এই অধ্যক্ষ।

- Advertisement -

পদত্যাগপত্রে ‘আমি পদত্যাগ করলাম’ লিখে সই করেছেন তিনি। তার নিচে দেওয়া রয়েছে অধ্যক্ষের সিলমোহর।
ওই পদত্যাগপত্রের নিচে আরও চারজনের সই পাওয়া গেছে। তবে তাদের কারোরই পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

- Advertisement -google news follower

অধ্যাপক আমেনা বেগম আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদবিষয়ক উপ-কমিটির (২০২২-২০২৫) সদস্য ছিলেন বলে জানা গেছে।

অন্যদিকে অধ্যক্ষের পদত্যাগের পর পরই ভেঙে গেছে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষক পরিষদ।

- Advertisement -islamibank

আওয়ামীপন্থী শিক্ষকরা পরিষদের সদস্য হওয়ার কারণে শিক্ষার্থীরা শিক্ষক পরিষদ ভেঙে দেওয়ার দাবি তুলে আন্দোলন শুরু করেন।

দাবির মুখে পরে দুপুর ১টার পর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ছালেহ আহমেদ ফকির শিক্ষক পরিষদ ভেঙে দিতে বাধ্য হন।

বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক ছালেহ আহমেদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগীয় প্রধান ও সহকর্মীদের জানানো যাচ্ছে যে, ১৭তম শিক্ষক পরিষদ রোববার (১১ আগস্ট) হতে বিলুপ্ত ঘোষণা করা হলো।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM