শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস সেনাবাহিনীর

অর্থনীতি ডেস্ক :

বর্তমান প্রেক্ষাপটে দেশের পোশাক শিল্প কারখানাসহ সকল শিল্প কারখানায় নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনৈতিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

(১১ আগস্ট) রাজধানীর বিজিএমইএ ভবনে শিল্পাঞ্চল নিরাপত্তা বিষয়ক এ সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সাভারের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মঈন খান-এর সঙ্গে এফবিসিসিআই, সার্ক চেম্বার, বিজিএমইএ, ফরিন চেম্বার, দোকান মালিক সমিতিসহ দেশের ব্যবসায়ী নেতারা সার্বিক অর্থনৈতিক কর্মকান্ড স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

মেজর জেনারেল মো. মঈন খান শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তাসহ সংশ্লিষ্ট সকল বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

- Advertisement -islamibank

অর্থনীতির চাকা সচল রাখতে এবং জাতীয় সমৃদ্ধির লক্ষ্যে সকল বাণিজ্য সংগঠন এবং ব্যবসায়ী নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবেন এবং জাতীয় অর্থনীতি দ্রুত আগের ধারায় ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM