‘গণহত্যার’ আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি

রাজনীতি ডেস্ক :

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার গণহত্যা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

- Advertisement -

বিএনপির একটি প্রতিনিধি দল ‘গণহত্যা’র ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে।

- Advertisement -google news follower

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে গুলশানে জাতিসংঘের অফিসে গিয়ে সংস্থার আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের কাছে এই চিঠি হস্তান্তর করেন দলের আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময়ে দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও ছিলেন।

পরে উপস্থিত সাংবাদিকদের কাছে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে হত্যাযজ্ঞ হয়েছে, নাগরিকদের গুম করা হয়েছে তা উন্মোচন করা প্রয়োজন।

- Advertisement -islamibank

জাতিকে কলঙ্কমুক্ত করতে হলে দেশের মধ্যে এবং দেশের বাইরে যে ঘটনার মাধ্যমে সরকারের পৃষ্ঠপোষকতায় এই হত্যাযজ্ঞ হয়েছে তা জাতির সামনে, বিশ্বের সামনে তুলে ধরতে হবে।

যাতে আগামী দিনে বাংলাদেশে নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষা কারো না হয়।

তিনি আরো বলেন, ‘আমরা জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য তদন্তের কথা বলেছি। জাতিসংঘকে জানানোর জন্য আমরা অন্তর্বর্তী সরকারকেও বলেছি।’

তদন্তের বিষয়বস্তু সম্পর্কে আমীর খসরু বলেন, ‘এখানে গণহত্যার ওপরেই তদন্ত হবে। সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় যে গণহত্যা হয়েছে সে জন্য স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্তের প্রয়োজন আছে।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM