চাঁদপুরে মেঘনা নদীতে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে নববধূসহ দুজন নিখোঁজ রয়েছেন। এ সময় মাঝিসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ৮টায় মেঘনার মোহনায় প্রবল ঘূর্ণি স্রোতে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন, মতলব দক্ষিণ উপজেলার চর মুকুন্দি এলাকার উম্মে হানি (২৫) ও নববধূ ফাহিমা আক্তার (৩০)।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেঘনায় একটি ইঞ্জিনচালিত নৌকায় চালকসহ ছয়জন ঘুরতে যান। এ সময় নদীর মোহনায় প্রবল স্রোতে ওই নৌকাসহ সবাই নদীতে ডুবে যান।
পাশের আরেকটি ট্রলারে থাকা লোকজন তিনজনকে জীবিত উদ্ধার করেন। নৌকার মাঝি সাঁতরে তীরে ওঠেন। তবে এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন নববধূসহ দুজন।
চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. মোসলেম মিয়াজী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক নদীতে উদ্ধার অভিযান চালানো হয়।
তবে নদীতে প্রবল স্রোত থাকায় রাতে অভিযান স্থগিত করা হয়। বুধবার (১৪ আগস্ট) সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হয়।
জেএন/পিআর