একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য রোববার (২৩ ডিসেম্বর) মধ্যরাত থেকে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। সোমবার (২৪ ডিসেম্বর) থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছে। তারা মাঠে থাকবে ২ জানুয়ারি পর্যন্ত।
ভোট গ্রহণের আগে, ভোট গ্রহণের দিন ও পরে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনের সহায়তায় থাকবে সশস্ত্র বাহিনীর সদস্যরা।
জাতীয় সংসদ নির্বাচনে ‘ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ অনুযায়ী কাজ করবে সশস্ত্র বাহিনীর সদস্যরা। তারা জেলা/ উপজেলা/ মহানগর এলাকার সংযোগস্থলে ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে এবং প্রয়োজন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনা করবে।
রোববার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, দেশের ৩৮৯টি উপজেলায় সেনাবাহিনী এবং ১৮ উপজেলায় নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।