চবি খোলার সিদ্ধান্ত স্থগিত

শিক্ষা ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৯ আগস্ট থেকে একাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, তা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

- Advertisement -

বুধবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -google news follower

পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে হলে আসন বরাদ্দ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের হলে প্রবেশ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, গত ৭ আগস্ট এক জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ সভায় ১৮ আগস্ট আবাসিক হল ও ১৯ আগস্ট শ্রেণি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়েছিল।

- Advertisement -islamibank

পাশাপাশি শনিবার থেকে বুধবার পর্যন্ত হলের আসনের জন্য শিক্ষার্থীদের আবেদন গ্রহণ আর ১৭ আগস্ট হলের আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM