কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় ৪৪ জন পুলিশ সদস্যের নাম পরিচয় দিয়ে তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।
রবিবার (১৮ আগস্ট) পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।
রোববার বিকেলে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, এই আন্দোলনে তাদের ৪৪ জন সদস্য নিহত হয়েছেন।
এতে জানানো হয়, বিভিন্ন পদমর্যাদার ৪৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে কনস্টেবল ২১ জন, নায়েক একজন, এএসআই ৭ জন, এটিএসআই একজন, এসআই ১১ জন এবং পরিদর্শক ৩ জন।
এদের মধ্যে ২৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন ৫ আগস্ট, ১৪ জন নিহত হয়েছেন ৪ আগস্ট এবং বাকি সদস্যরা বিভিন্ন সময় নিহত হন।
নিহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় সম্বলিত একটি তালিকাও সরবরাহ করা হয়েছে পুলিশ সদর দফতর থেকে।
জেএন/পিআর