খৈয়াছড়া ঝর্ণা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই পর্যটকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে ঝর্ণা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কুমিল্লার লালমাই এলাকার বাসিন্দা অঞ্জন বড়ুয়া (২১) ও একই এলাকার বাসিন্দা ফয়সাল হক (২২)।

- Advertisement -

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

জানা গেছে, মঙ্গলবার সকালে লালমাই থেকে চার বন্ধু মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় বেড়াতে যান। পানির স্রোত বেশি হওয়ায় পথ দুর্গম দেখে ঝরনা না দেখেই তারা ফেরত আসার সিদ্ধান্ত নেন। আসার সময় পথে একটি বৈদ্যুতিক খুঁটির ওপর গাছ ভেঙে পড়ে। এতে বিদ্যুতায়িত গাছের ডালের সঙ্গে লেগে ওই দুজনের মৃত্যু হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিফাত সুলতানা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। সঙ্গে থাকা বন্ধুরা অনেকটা ট্রমাতে আছেন। কোনো তথ্যই জানা যাচ্ছে না।

- Advertisement -islamibank

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, ঝরনায় দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ পেয়েছি। বিস্তারিত কিছু জানা নেই।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM