চমেক অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার আন্দোলনের ‘বিপক্ষে’ অবস্থান নেওয়ার অভিযোগ তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা।

- Advertisement -

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন তারা। এ সময় দাবি আদায় না হলে ক্লাস বর্জন ও লাগাতার কর্মসূচির হুঁশিয়ারিও দেয়া হয়।

- Advertisement -google news follower

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে অধ্যক্ষ সাহেনা আক্তারের অফিস কক্ষের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গত ৩ আগস্ট ‘চট্টগ্রামের শান্তিকামী চিকিৎসক সমাজ’ এর ব্যানারে ‘ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে জামায়াত–শিবির ও বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও সুপরিকল্পিত হত্যাকাণ্ডের’ অভিযোগ তুলে শান্তি সমাবেশ করা হয়েছিল।

- Advertisement -islamibank

সেই সমাবেশে অংশ নিয়েছিলেন কলেজের অধ্যক্ষ সাহেনা আক্তার। পাশাপাশি তিনি কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া কলেজের শিক্ষার্থীদের হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে জানতে অধ্যক্ষ সাহেনা আক্তারের সঙ্গে ফোনে যোগাযোগ করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM