উখিয়া সীমান্ত থেকে ইয়াবাসহ অস্ত্র জব্দ

দেশজুড়ে ডেস্ক :

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ১ লাখ ইয়াবা,২টি বিদেশি পিস্তল ও ১টি দেশীয় তৈরি পাইপগান এবং ১০ রাউন্ড পিস্তলের গুলি ও ১৫ রাউন্ড পাইপগানের গুলি উদ্ধার করেছে বিজিবি

- Advertisement -

বুধবার (২১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ-৩৪ (বিজিবি) এর অধিনায়ক লেফট্যাটেন্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।

- Advertisement -google news follower

তিনি বলেন, মঙ্গলবার উখিয়া পালংখালী বিওপির বিজিবির একটি টহলদল পূর্ব ফারির বিল নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়।

পরে রাত সাড়ে ১১টার দিকে কতিপয় মাদক চোরাকারবারি সীমান্ত থেকে হেঁটে বাংলাদেশের অভ্যন্তরে আসার সময় বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা সঙ্গে থাকা ব্যাগ ফেলে জঙ্গলের ভেতর দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

- Advertisement -islamibank

তিনি আরও বলেন, চোরাকারবারিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে এসব ইয়াবা ও অস্ত্র-গুলি জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM