পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দুর্নীতির মামলায় তাঁকে এই কারাদণ্ড দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির সংবাদগুলো।
অভিযোগটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’বলে নওয়াজের পক্ষ থেকে দাবি করা হলেও আদালতের রায়ে বলা হয়েছে, সৌদি আরবে একটি ইস্পাত কারখানায় নওয়াজের বিনিয়োগের উৎস দেখাতে ব্যর্থ হওয়াতেই তাঁকে এই সাজা দেওয়া হয়েছে।
এর আগে লন্ডনে অবৈধ সম্পদ থাকার অভিযোগে গত ৬ জুলাই একই আদালত নওয়াজকে ১০ বছর ও তাঁর মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল।