সেনা পরিচয়ে তল্লাশি ও চাঁদাবাজি: সতর্ক করল আইএসপিআর

জাতীয় ডেস্ক :

সেনাবাহিনী পরিচয় দিয়ে অফিস, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালাচ্ছে এবং ফোনে চাাঁদবাজির চেষ্টা করছে।

- Advertisement -

কিন্ত সেনাবাহিনী এ ধরনের কোনো অভিযান পরিচালনা করে না জানিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

- Advertisement -google news follower

বুধবার (২১ আগস্ট) এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোষাকে সরকারি অফিস, কর্পোরেট অফিস, পারিবারিক বাসস্থান, শপিংমল ও দোকানে তল্লাশী চালাচ্ছে এবং ফোন কলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোষাকে এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও র‍্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া এ ধরণের কোন অভিযান পরিচালনা করে না।

- Advertisement -islamibank

এপ্রেক্ষিতে, জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হলো।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য বলে জানিয়েছে আইএসপিআর।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM